সুত্রধার। [৩] ( নান্দ্যন্তে কহিল) আর অধিক বাস্থল্যে প্রয়োজন নাই। ( পরে নেপথ্যের [ ৪ ]প্রতি অবলোকন করিয়া) আর্য্যে ! যদি নেপথ্যবিধান সুসম্পন্ন হইয়া থাকে, তবে অত্র আগমন কর । নটী । ( প্রবেশ করিয়া) আর্য্যপুত্র ! এই আমি, আজ্ঞা করুন, কোন বিষয়ের অনুষ্ঠান করিব। সুত্র । আর্য্যে ! অশেষ ভাবরসজ্ঞ পরম জ্ঞানগুরু মহারাজ বিক্রমাদিত্যের স্বসদৃশ বুধগণরঞ্জিত এই সভামধ্যে, অদ্য কবিগুরু ঐকালিদাস বিরচিত অভিনব অভিজ্ঞান শকুন্তলা নামক নাটকের রস বর্ণনে, আইস ! আমরা প্রত্যেকে ষত্ব বিধান করি। নটী। মহাশয়ের এ অতি উৎকৃষ্ট সংকল্প, ইহার প্রয়োগে কেহই উপহাস করিবেন না। সুত্র । ( ঈষৎ হাস্য করিয়া ) আর্য্যে ! শুন তোমাকে বি শেষ কহি । সাধুজন যতক্ষণ, প্রসন্ন নাহিক হন, কোন এক প্রসঙ্গ শ্রবণে । ষদ্যপিও সে বিষয়, অতি সুশিক্ষিত হয়, তবু ভাল নাহি লয় মনে । নট। ইহাই বটে, অতঃপর কি কর্ত্তব্য, তাহ। আপনি আজ্ঞা করুন । به مساب مردم سیسی سیستمهاي
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।