পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sదిశి অভিজ্ঞান শকুন্তলা নাটক। যেন জনাকীর্ণ স্থান, দেখিয়ে কাপয়ে প্রাণ, যেন চতুর্দিক অগ্নিময় ॥ শারদ্বত। শাঙ্গ রব । পুর প্রবেশে তোমার এৰূপ হইতে পারে। দেখ ! স্নাত, তৈললিপ্ত জনে, যেৰূপ ভাবয়ে মনে, পবিত্র, অশুচি জনে, জাগ্রিত, নিদ্রিতে হে। স্বচ্ছন্দবিহারি জন, বন্দিরে দেখে যেমন, সেৰপ বিষয়ি জনে ভাবি মোরা চিতে হে ৷ পুরোধ। ই আপনারা মহৎ লোক। শকু (অনিষ্ট স্বচনা করিয়া) হায়! কেন আমার দক্ষিণ নয়ন প্রস্ফরিত হইতেছে ? গোত। যাদু ! তোমার অমঙ্গল প্রতিহত হউক ; কুলদেবতার তোমার মঙ্গল করুন । ( ক্রমে ক্রমে সন্নিহিত হইলেন।) পুরে। ( রাজাকে নির্দেশ করিয়া ) হে তপস্বিগণ । চতুর্বর্ণও আশ্রমের রক্ষাকর্ত্ত এই মহারাজ, অগ্রে আসন পরিত্যাগ করিয়া আপনাদের আগমন প্রতীক্ষা করিতেছেন। শাঙ্গ। ভো মহাব্রহ্মন্‌ ! মহীপালদিগের এন্ধপ কামনা ও বিনয় সন্দর্শন করিলে, অত্যন্ত তৃপ্ত হইতে হয়, আমরা উদাসীন অধিক কি কহিব। দেখুন! ফল ভরে নম্রমান হয় বৃক্ষচয় । জলদ মুস্থির থাকে বর্ষণ সময় ॥