পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ নাটক | >oNめ সমৃদ্ধিতে সাধুগণ হন অগর্ব্বিত। হিতৈষিদিগের এই স্বভাব নিশ্চিত । প্রতিহারী। দেব ! প্রসন্নমুখে ঋষিদিগকে দর্শন করুন। রাজা । ( শকুন্তলাকে দেখিয়া ) অহো ! অনতিপরিস্ফুটলাবণ্য অবগুণ্ঠনবতী এ রমণী কে ? পাণ্ডপত্রানুৰূপ তপোধনদিগের মধ্যে যেন কিশলয়ের ন্যায় দীপ্তি পাইতেছেন। . প্রতি। দেব ! আমিও দেখিয়া ইহা বিতর্ক করিয়াছিলাম, যাহা হউক ইহার আকৃতি লক্ষ্য করিবার যোগ্য বটে। রাজ। তাহা হইলেই বা কি ? পরকলত্রের প্রতি দৃষ্টিপাত করা উচিত নয়। শকু (বক্ষঃস্থলে হস্ত দিয়া স্বগত) হৃদয় । কেন কম্পমান হইতেছ, আর্য্যপুত্রের পূর্বের ভাবানুবন্ধ স্মরণ করিয়া ধৈর্য্যাবলম্বন কর । পুরে। ( অগ্রে গিয়) মহারাজের মঙ্গল হউক। মহারাজ। আমি তপস্বিদিগকে বিধানানুৰূপ পূজা করিয়া আনয়ন করিয়াছি, ইহঁদিগের কোন গুরুসন্দেশ আছে, শ্রবণ করুন। রাজা । ( আদর পূর্বক ) বলুন, আমি অবধান করিতেছি । শিষ্যদ্বয়। (হস্তোত্তোলন করিয়া ) মহারাজ ! বিজয়ী হউন। রাজ। আপনাদিগকে আমি প্রণাম করি। শিষ্যদ্বয়। মহারাজের মঙ্গল হউক ।