পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xo3 অভিজ্ঞান শকুন্তলা नाप्लेक। রাজা। আপনাদিগের নির্ব্বেস্ত্র তপস্যা হইতেছে ? শিষ্যদ্বয়। সজ্জনগণের ত্রাণ করণ কারণ। দীপ্যমান আছ তুমি শ্রীমান রাজন। তব বিদ্যমানে কেন ধর্ম্মে বিঘ্ন হবে । স্বর্য্য বিদ্যমানে তম কেমনে সম্ভৰে । রাজা । (স্বগত) আমার রাজশব্দ সম্যক প্রকারে অর্থবান। (প্রকাশ পূর্বক ) এখন ভগবান কথু কুশলে আছেনতো ? শাঙ্গ। ই, তিনি আপনকারও কুশল জিজ্ঞাসা করিয়৷ এই বলিয়া দিয়াছেন। রাজা। তিনি কি আজ্ঞা করিয়াছেন ? শাঙ্গ। “ তুমি নির্জনে এই দুহিতাকে যথাবিধিক্রমে বিবাহ করিয়াছ, তাহাতে আমি অতিশয় প্রীত হ. ইয়া তোমাদের উভয়ের প্রতি বলিতেছি। “ পূজ্য মধ্যে পূজনীয় তুমি হে রাজন। নারী মধ্যে শকুন্তলা সুশীলা তেমন । যোগ্য বর বধু ধাত করেছে যোজন। ইহাতে র্তাহার ক্রুটি না হয় দর্শন । , অতএব আপনি সম্প্রতি অন্তঃসত্ত্ব। এই স্ত্রীকে সহধর্ম্মর্ণচরণে গ্রহণ করুন। গোত। আর্য্য ! আমি কিঞ্চিৎ বলিতে কামনা করি তেছি, কিন্তু আমার বলিবার অপেক্ষা করে না । রাজা। আর্য্যে ! বলুন ।