পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । )e(t গোত। এই শকুন্তলা, ইনি গুরুজনদিগের সন্মতি অপেক্ষ করেন নাই, আপনিও বন্ধুদিগকে জিজ্ঞাসা করেন নাই, অতএব পরস্পরের সম্মতিতে যাহা করিয়াছ, তাহাতে অন্যের কথা কহিবার কি আছে । শকু (স্বগত) দেখ ! আর্য্যপুত্র কি বলেন। রাজা । ( আশঙ্কার সহিত শ্রবণ করিয়া ) একি উপ ন্যাস বলিতেছ ? শকু (স্বগত) হা ধিক্‌, হা দৈব ! ইহার বচনবিন্যাস অগ্নির তুল্য হইল যে । * শাঙ্গ। কি বলিলে? এ উপন্যাস? মহারাজ ! আপনি বিজ্ঞ, লৌকিক বৃত্তান্ত জানেন । সতী যদি পিতৃ ঘরে, সতত বসতি করে, অসতী আশঙ্কা তারে হয় । পতির অপ্রিয় যদি, হয় নারী নিরবধি, লয়ে যাবে স্বামির আলয় ॥ রাজা । আমি কি ই হার পাণিগ্রহণ করিয়াছিলাম । শকু ( আত্মগত বিষাদের সহিত ) হৃদয়! তোমার আশঙ্কা যথার্থ হইল । শাঙ্গ। অস্বীকার করিও না, জান না কোন অনুষ্ঠিত কার্য্যের অস্বীকার করিলে রাজারা ধর্ম্মে বৈমুখ হন । রাজা। এ অসৎ কম্পনার প্রসঙ্গ কোথা হইতে পাইলেন ? শাক্ষ । ( সক্রোধে ) ঐশ্বর্যমত্তদিগের প্রায়ই এই রূপ বিকার জন্মে । >8