Σο Φ অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । রাজা । আমাকে বিশেষ ৰূপে অন্যায় তিরস্কার করি তেছেন । গোত। ( শকুন্তলার প্রতি ) মাছ! লজ্জিত হইও না ; আমি তোমার মুখের ঘোমটা খুলিয়া দিতেছি, তাহ। হইলেই মহারাজ তোমাকে চিনিতে পারিবেন। ( এই বলিয়া অবগুণ্ঠন নিরাকরণ করিয়া দিলেন।) রাজা । ( শকুন্তলাকে মনে মনে বর্ণনা করিয়া ) এই মনোহর কান্তি আপনি আইল । মম বিবাহিত। কিনা সংশয় জন্মিল ৷ না পারি সন্দেহ স্থলে করিতে গ্রহণ। অথবা ইহাকে নারি করিতে বজ্জন ৷ নীহার ভূষিত কুন্দে যেমন ভ্রমর। ত্যজিতে বসিতে নারে ব্যাকুল অন্তর। প্রতি । (স্বগত) অহে ! ঈদৃশ মুখোপনত স্ত্রীরত্নকে পাইয়া আমাদিগের ধর্ম্মাপেক্ষ এই রাজার ন্যায় অন্য কে এৰূপ বিচার করিয়া থাকে। শাঙ্গ। রাজস্ ! কি হেতু মৌনাবলম্বন করিলেন ? রাজা । ভো তপোধন ! আমি চিন্তা করিয়া দেখিলাম ইহাকে গ্রহণ করিতে পারি না, আমি ক্ষত্রিয় হইয়া অভিব্যক্ত অন্তঃসত্ত্ব। এই স্ত্রীকে কি ৰূপে গ্রহণ করিব । শকু (ফিরিয়া) হা ধিক হা ধিক পরিণয়েতেও সন্দেহ ? , রাজমহিষী হইয়া কত সুখভোগ করিব, মনে২ কত
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।