পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ माछेदः । e আশা করিয়াছিলাম, এইক্ষণে সেই দুরারোহিণী আশালত৷ ভগ্ন হইল । শাঙ্গ। মুনিকে না বলে তুমি অত্যন্ত গোপনে । পরিণয় করিয়াছ একন্যারতনে ৷ তথাপি ঋষির দেখ রাগ নাহি তায় । চুরি করেছিলে ষাকে দিলেন তোমায় । যেমন তস্করে চুরি করেছে যে ধন। ধনস্বামী তাহে তাহা করিছে অপর্ণ । শার । শাঙ্গ রব ! তুমি বিরত হও, আমাদিগের যাহ। বক্তব্য তাহ বলা হইয়াছে। শকুন্তলে ! মহারাজতে এই ৰূপ বলিতেছেন, তুমিই ইহাতে উত্তর কর । শকু (ফিরিয়া স্বগত) তাদৃশ অনুরাগ এইৰূপ অবস্থান্তর হইয়াছে! ইহাকে পূর্বের কথা সকল স্মরণ করালেই বা কি হইবে ; কিন্তু আত্মাকে শুদ্ধ করিবার নিমিত্ত কিছু বলা উচিত ; (প্রকাশ করিয়া ) আর্য্যপুত্র –( এই মাত্র বলিয়া সলজ্জিত ) অথবা ইদানী এই সমুদাচার সংশয় স্থল হইয়াছে। পৌরব ! পূর্ব্বে আশ্রমে আমার প্রতি তৎকালোচিত অনুরাগ প্রকাশ করিয়া, ইদানী ঈদৃশ কথাদ্বারা আমাকে নিরাকরণ করা, তোমার উচিতই বটে । রাজা । ( কর্ণদ্বয় আবরণ করিয়া ) ছি ছি ! আপনি আপন কুল হারালে মুনরি। আমারে। কি সেই দশা করিবে আমরি ॥