অভিজ্ঞান শকুন্তলা নাটক। baసి ইচ্ছা করিয়া তুমি তাহাকে পান করাইবার নিমিত্ত জল উপস্থিত করিলে, তুমি অপরিচিত বলিয়া সে তোমার হস্তহইতে জলপান করিল না, পরে আমাকর্তৃক সেই উদক গৃহীত হইলে, সেই মৃগশাবক তাহাতে প্রণয় বদ্ধ করিল, সেই অবসরে তুমি হল্য করিয়া বলিলে, সত্যই সকলে সজাতীয়ে বিশ্বাস করিয়া থাকে, ইহার প্রমাণ তোমরা উভয়েই অরণ্যবাসী। রাজা। স্বকার্য্যপ্রবর্ত্তনাভিলাষিণী স্ত্রীগণের এইৰূপ সুমধুর ও অমৃতাভিষিক্ত বচনদ্বারা বিষয়ি লোকদিগকে আকর্ষণ করে । - গোত। মহারাজ ! এৰূপ কথা বলিবেন না, ইনি কেবল তপস্বিজন কর্তৃক প্রতিপালিত হইয়াছেন, কপটতার নামে জানেন না । রাজ্য ও তাপসবৃদ্ধে ! - অজ্ঞানস্বভাব যত পশুপক্ষিগণ । হয়েছে তাদের স্ত্রীর শঠতা দর্শন । অতএব বুদ্ধিমতী নর নারী যত । না জানি তাদের আরো চতুরতা কত । কোকিলার চতুরতা বুঝহ সবায় । বায়স হইতে স্বীয় শাবক পোষায় ॥ শকু (ক্রোধের সহিত) অনার্য্য ! তোমার আপনার যেমন হৃদয় তেমনি সকলকে দেখ, বকধর্ম্মিপ্রায় তৃণাচ্ছন্নকূপসদৃশ যে তুমি তোমার তুল্য কে হইতে পারে।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।