পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুলন্ত নাটক । YXX অবিজ্ঞাতকুলশীল ব্যক্তির সহিত । সৌহৃদ্য করিলে তাহে ঘটে বিপরীত । রাজ। স্ত্রীলোকের কথায় প্রত্যয় করিয়া কেন আমাকে নিরর্থক দোষী করিতেছেন ? শাঙ্গ। (সক্রোধে ) সকলে পূর্ব্বাপর শ্রবণ করিলেতো ? শিক্ষিত না হইয়াছে শঠত যে জন। * তার কথা বিশ্বাস না হয় কদাচন । করেছেন শঠত যেজন অধ্যয়ন। বিশ্বাসের যোগ্য হল র্তাহার বচন ॥ রাজ। অহে ! সত্যবাদির, তোমরাই বল দেখি ইহাকে প্রতারণা করিয়া আমার কি লভ্য হইবে। শাঙ্গ। “ নিপাত ! ,, রাজা । পৌরবেরা নিপাত লাভ করে এ অশ্রেদ্ধেয় কথা । শাঙ্গ রাজন্‌! তোমার বাক্যে উত্তর দিবার আর প্রয়োজন নাই, আমরা গুরুনিয়োগ অনুষ্ঠান করিয়াছি এখন প্রত্যাগমন করি । w তোমার রমণী আজি করিয়ে অপর্ণ । নিশ্চিন্ত হলাম ওহে আমরা এখন ॥ গ্রহণ করহ আর না কর গ্রহণ। যাহা মনে লয় তাহ করহ রাজন। গোতমি ! তুমি অগ্রসর হও । (এই বলিয়া সকলে প্রস্থান করিলেন । )