পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। >>Nう কিন্তু ইহা কি হইতে পারে না, যে আপনি রাজকার্যে ব্যাপৃত থাকিয়া পূর্ব্ব বৃত্তান্ত বিস্তৃত হইয়াcछ्न ? রাজ্য। (পুরোহিতের দিকে ঘুষ্টিপাত করিয়া) ভাল, মহাশয়কেই ব্যবস্থা জিজ্ঞাসা করি, আপনি পাতকের লাঘব গৌরব বিবেচনা করিয়া এ বিষয়ে কি কর্ত্তব্য, তাহা আদেশ করুন । , আমি বা মোহে অজ্ঞানী, কিম্বা এর কিথ্য বাণী, ষে স্থলে এৰূপ দ্বিধা হল । পরদার পরশিয়ে, অশুচি হওয়ার চেয়ে, দীরত্যাগ শ্রেয় কিনা বল ॥ পুরোধা । ( বিচার করিয়া ) মহারাজ ! আমি যাহা বলি তাহ করুন। রাজা। আজ্ঞা কন্ড । পুরে। এই ঋষিতনয় প্রসবকাল পর্যন্ত আমার গৃহে থাকুন। । রাজা। তাহাতে কি হইবে ? পুরে। সিদ্ধপুরুষেরা কহিয়াছেন, যে প্রথমে মহারাজের চক্রবর্ত্তি লক্ষণাক্রান্ত এক পুত্র জন্মিবে, সেই মুনিদৌহিত্র যদি সেই লক্ষণাক্রান্ত হয়, তবে পুরস্কার করিয়া কুমারীপুরে ইহাকে প্রবেশ করাইবেন, অন্যথা ইহার পিতার সমীপে প্রেরণ করিব। - রাজা। আপনার ষেমন রুচি তাহাই করুন । >○