ᎼᎼ8 অভিজ্ঞান শকুন্তলা নাটক। পুরো । ( উথান করিয়া ) বৎসে । আমার সহিত আইস। শকু। ভগবতি বস্থদ্ধরে । বিদীর্ণ হও, তোমার ভিতর প্রবেশ করি। (তখন রোদন করিতে করিতে পুরোধীর পশ্চাৎবর্ত্তিনী হইলেন। গোতী ও তপস্বিরা পধান্তরে গমন করিলেন । ) - ( শাপমুগ্ধ রাজ কেবল শকুন্তলার ৰূপ চিন্তা করিতে লাগিলেন ) নেপথ্যে। আশ্চর্য্য২ ! রাজা । ( শ্রবণ করিয়া ) একি ! পুরোধ। (সবিস্ময়ে প্রবেশ করিয়া ) মহারাজ ! অতি অদ্ভুত ব্যাপার হইয়া গেল। রাজা। কি অস্তুত ব্যাপার? পুরে। মহারাজ ! কুশিষ্যের প্রস্থান করিলে পর, সেই বালা স্বামী ভাগ্য নিন্দিতে ৰুন্দতে। বক্ষে করাঘাত করি লাগিল কান্দিতে । রাজা। তার পর ? পুরে। তার পর, অঙ্গরাতীর্থের নিকট, এক জ্যেতিঃ নারীবেশে হয়ে উপনীত । কোলে করি লয়ে তায় হল অন্তহিত। সকলে বিস্ময়াপন্ন হইয়া নিৰূপণ করিতে লাগিল । রাজা । আমি সন্দিগ্ধবুদ্ধি হইয় তাহাকে নিরাকরণ করিয়াছিলাম। আপনি আর কেন বৃথা তর্কদ্বারা অন্বেষণ করেন, এক্ষণে গিয়া বিশ্রাম কৰুন।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।