অভিজ্ঞান শকুন্তলা নাটক । Sసిసి নগরপাল । এই জালোপজীবিকে শীঘ্র ছাড়িয়া দাও, মহারাজ কহিলেন যে অঙ্গ রায়ের প্রমাণ উপপন্ন হইয়াছে। দ্বিতীয়। যে আজ্ঞা মহাশয়, এ ব্যক্তি ষমবসতির দ্বারহইতে প্রত্যাগমন করিল । ( ইহা কহিয়া ধীবরের বন্ধন মুক্ত করিয়া দিল । ) ধীবর । ( নগরপালকে প্রণাম করিয়া ) মহাশয় । আপনি এখন আমার জীবন ক্রয় করিলেন । ( ইহা কহিয়া নগরপালের পদতলে পতিত হইল । ) নগরপাল। ওঠ ওঠ, রাজ এই অঙ্গ রায়ের মূল্য পরিমাণে তোকে পারিতোষিক প্রদান করিয়াছেন, তাহ। গ্রহণ কর। ( ইহা কহিয়া রাজদত্ত অর্থ প্রদান করিল । ) ধীবর। ( সহৰ্ষে তাহা গ্রহণ করিয়া) অনুগৃহীত হইলাম। প্রথম । বধ্য ব্যক্তিকে শুলহইতে নামাইয়া হস্তিস্কন্ধে আরোহণ করান প্রায়, রাজা তোর প্রতি অনুগ্রহ করিয়াছেন । * - দ্বিতীয়। পারিতোষিক দ্বারা বোধ হয়, অঙ্গরীয় উত্তম রত্বে নির্ম্মিত ও স্বামির অতি অভিমত হইবে। নগরপাল । আমার বোধ হয়, তজ্জন্য মহারাজ পারি তোষিক দেন নাই । উভে । তবে কি । * . নগরপাল । রাজার এই অঙ্গরীয় দর্শন মাত্রে কোন হৃদয়
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।