অভিজ্ঞান শকুন্তলা নাটক। ১২১ মেনকার আদেশ, অতএব আদরপূর্বক সন্মান করা কর্ত্তব্য ; ভাল ! এই উদ্যানপালকের পাশ্ব বর্ত্তিনী হইয়া তিরস্করিণী বিদ্যাদ্ধার প্রচ্ছন্ন ভাবে অবলোকন করি। ( ইহা কহিয়া অবতীর্ণ হইলেন । ) অনন্তর দুই চেটা তাঙ্কর দর্শন করিতেই প্রবেশ করিল। প্রথম। অহে ! এই ষে মধুমাস উপস্থিত হইয়াছে। বসন্ত জীবন সম রসাল মুকুল। তাম্র আর হরিদ্বর্ণে শোভে বৃন্তকুল ৷ ওই সব বৃন্ত লয়ে মদন রাজনে । এখনি পূজিব আমি হরষিত মনে ॥ দ্বিতীয়া। পরভৃতিকে ! একাকিনী কি মন্ত্রণা করিতেছিস ? প্রথম । সখি মধুকরিকে ! পরভৃতিকারী চুতলত দর্শন করিয়া উন্মত্ত হয়, ইহা সত্য । দ্বিতীয়া। (সহর্ষ) কি মধুমাস উপস্থিত ? প্রথম। মধুকরিকে ! তোর মদবিভ্রমের এই কাল। দ্বিতীয়। সখি ! আমাকে ধর, আমি অগ্রপদেস্থিত হইয়। ছুতাঙ্কর চয়ন করি, যাহার দ্বারা কামদেবের পূজা সম্পন্ন করিব । প্রথম। যদি তোমাকে ধরি, তবেতো আমারও পূজার অৰ্দ্ধ ফল হইতে পারিবে । দ্বিতীয়। সখি ! ইহা কহ বাহুল্য, যেহেতু আমাদিগের >NᏬ
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।