পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ অভিজ্ঞান শকুন্তলা নাটক। একি প্রাণ, বিধাতা কেবল শরীরের দ্বারা দ্বিধা করিয়াছেন। ( ইহা কহিয়া সখীকে অবলম্বন পূর্ব্বক চু্যতাঙ্কর চয়ন করিতে লাগিল।) কি আশ্চর্য্য ! চূতাঙ্কর আজও প্রবুদ্ধ হয় নাই, কিন্তু বৃন্ত ভয় করিলে সুরভি গন্ধ নির্গত হয় । ( পরে কৃতাঞ্জলি পূর্বক ) ভগবন মকরধজ ! তোমাকে নমস্কার করি। হে চুতাঙ্কর ৷ ভূমি আমাকর্তৃক দত্ত হইয়৷ কামদেবের সর্বযুবজনলক্ষ্য পঞ্চধা শর হও। (ইছ। কহিয়া চু্যতাকুর নিক্ষেপ করিল। ) কঞ্চকী প্রবেশ করিল। কঞ্চ (সক্রোধে) ওরে তোদের কি প্রাণের ভয় নাই, রাজ। এই বসন্তে মধুৎসব রহিত করিয়াছেন, কিন্তু তোরা আম্রকলিকা ভগ্ন করিতেছিস । উভে । ( ভীত হইয়া ) মহাশয় ! প্রসন্ন হউন, আমরা বিশেষ অবগত নহি। কঞ্চ । তোরা কি শ্রবণ করিস নাই, যে বাসন্ত তরুগণ ও তদাত্রায় পক্ষিরাও রাজার শাসন লঙ্ঘন করিতেছে না । অৰ্দ্ধ প্রস্ফুটিত হয়, রসাল কলিকাচয়, নাহি তবু পরাগ নিচয় । কুরুবক মনোহর, অতিশয় শোভাকর, প্রফুল্লিত হয়েও না হয় ৷