অভিজ্ঞান শকুন্তলা নাটক । ১২৩ শিশির অতীত হয়, তথাপি স্থগিত রয়, কণ্ঠদেশে কোকিলের স্বনি । অতএব বুঝি স্মর, রাখিল আপন শর, অৰ্দ্ধ বারি করিয়ে আমনি ॥ মিশ্র। এ রাজর্ষি মহাপ্রভাবশালী, সন্দেহ নাই। প্রথমা। আর্য্য ! অপদিন হইল, এই প্রমোদবনে চিত্রকর্ম্ম সম্পাদন করিবার নিমিত্ত আমরা প্রভু রাষ্টিক মিত্রাবস্থ দ্বারা এখানকার মহারাজের চরণে প্রেরিত হইয়াছি, অতএব মহাশয় আমরা পূর্ব্ব বৃত্তান্ত সবিশেষ জানিতে পারি নাই। কঞ্চ ভাল, আর এমন কর্ম্ম পুনর্ব্বার করিস না। উভে । মহাশয়! মহারাজ কি কারণ বসন্তোৎসব প্রতিষেধ করিয়াছেন ? যদি আমাদিগের শুনিতে কোন বিশেষ বাধা না থাকে অনুগ্রহ করিয়া বলুন, ইহা শুনিতে আমাদিগের অত্যন্ত কৌতুহল হইয়াছে। মিশ্র । রাজারা উৎসবপ্রিয়, অতএব কোন বিশেষ কারণ বশতঃ ইহা হইয়া থাকিবে। A. কঞ্চ। (স্বগত) এই বৃত্তান্ত সকলেই প্রায় জ্ঞাত হইয়াছে, তবে কি নিমিত্ত না কহিব ; ( প্রকাশ করিয়া) তোমরা কি শ্রবণ কর নাই, রাজা শকুন্তলাকে অকারণে পরিত্যাগ করিয়াছিলেন, এই নিমিত্ত র্তাহার লোকাপৰাদ ?
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।