১২৪ অভিজ্ঞান শকুন্তলা নাটক । উভে । হা, ষে পর্য্যন্ত না অঙ্গুরীয় দর্শন হইয়াছিল, তাহ। রাষ্টিয় প্রমুখাৎ শ্রবণ করিয়াছি। কঞ্চ । তবে অল্পই বলিলে হইবে, অঙ্গুরীয় দর্শন করিয়া যখন রাজার স্মরণ হইল, যে শকুন্তলাকে সত্যই বিজনে বিবাহ করিয়া মোহ প্রযুক্ত তাহাকে পরিত্যাগ করিয়াছি, তখন র্তাহার অত্যন্ত পশ্চাৎতাপ উপস্থিত হইয়াছে। কেনন। রম্যবস্তু দর্শনেও বিরক্ত রাজন | মন্ত্রির মন্ত্রণ নাহি করেন গ্রহণ ॥ শষ্যার উপরে সদা উল্প ঠন করি। যাপন করেন নিশি নিদ্র পরিহরি ॥ দাক্ষিণ্য প্রযুক্ত এক ভার্য্যাকে ডাকিতে । অন্যকে ডাকিয়ে বড় লজ্জা পান চিতে ॥ মিশ্র । একথা আমার অতিশয় মনোনীত হইল । কঞ্চ রাজার এইৰূপ উৎকণ্ঠাতে বসন্তোৎসব নিষিদ্ধ হইয়াছে। উভে । হইতেই পারে। নেপথ্যে । মহারাজ ! আসুন আসুন । কঞ্চ (কর্ণদিয়া) আহে । আমাদিগের মহারাজ এই স্থানে "সিতেছেন, অতএব তোমরা স্ব স্ব কর্ম্মাস্কুষ্ঠানে গমন কর । (উভয়ে নিষ্কান্ত হইল। )
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।