অভিজ্ঞান শকুন্তলা নাটক। ১২৫ অনন্তর অনুতাপ বিশিষ্ট রাজা, বিদূষক ও প্রতিহারী সহিত প্রবেশ করিলেন। কঞ্চ ( রাজাকে বিলোকন করিয়া ) কি আশ্চর্য্য ! যাহারা স্বভাবতঃ সুন্দর, তাহারা সকল অবস্থাতেই রমণীয় হন, যেহেতু এই রাজা অত্যন্ত বিমনা হইলেও তথাপি প্রিয়দর্শন হইয়াছেন। ভূষণ নাহিক কিছু অঙ্গেতে শোভন। বামকরে শুদ্ধ ক্ষীণ বলয় ধারণ ॥ নিশ্বাসে মলিন বিম্ব ওষ্ঠাধর র্তার। চিন্তা জাগরণে চক্ষু তাত্রের অণকার । কৃশ হয়েছেন তবু স্বকীয় প্রভায় । মরি কিবা সৌন্দর্য্য প্রদীপ্ত মণিপ্রায় ॥ মিশ্র । ( রাজাকে দর্শন করিয়া) অকারণ নিরাকরণে শকুন্তলা অত্যন্ত অপমানিত হইয়াও ষে ই হার নিমিত্ত অনুতাপ করেন তাহা তাহার পক্ষে উচিত । রাজা । (চিন্তাকুল হইয়া ইতস্ততঃ ভ্রমণ করিতে করিতে ) কুরঙ্গনয়নী কত, বুঝাইল নানা মত, তবু না বুঝিল মম মন। অনুতাপ আনিবারে, শুদ্ধ মাত্র সহিবারে, । তাহা মনে পড়েছে এখন ॥ মিশ্র। সেই তপস্বিনীর অদৃষ্টই এই ৰূপ । বিদু । ( স্বগত) রাজা পুনর্ব্বার, শকুন্তলাবাতে লঙ্খিত
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।