পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ অভিজ্ঞান শকুন্তলা নাটক । হইয়াছেন, কি প্রকারে আবার চিকিৎসা হইবে, তাহা আমি বুঝিতে পারিতেছি না। কঞ্চ (নিকটে গিয়া) মহারাজের জয় হউক, মহারাজের জয় হউক । মহারাজ ! আমি প্রমোদবন ভূমি অবলোকন করিয়া আসিয়াছি, অনেক বিনোদন স্থান আছে, আপনার যথায় অভিলাষ, তথায় যাইয়া সুখে বিশ্রাম করুন । রাজা। বেত্রবতি ! তুমি আমার কথায় যাইয়। অমাত্য পিশুনকে বল, ষে তাহাকে রাজ্যভার সমর্পণ করিয়া এতাবৎকাল আমি ধর্ম্মাসনে উপবেশন করি নাই, তিনি যে সকল পৌরকার্য নিরীক্ষণ করিয়াছেন, তাহা পত্রে লিখিয়া আমার নিকট প্রেরণ করেন। প্রতিহারী। ষে আজ্ঞা মহারাজ ! (ইহা কহিয়া প্রস্থান করিল । ) রাজা। পার্ব্বতায়ন কঞ্চকী ভূমি ও স্বকার্যানুষ্ঠানে গমন কর। (কথকী নিষ্কান্ত । ) বিদু। আপনি এই স্থান এইক্ষণে নির্ম্মক্ষিক প্রায় করি লেন, সম্প্রতি আতি শীতল ও রমণীয় এই উদ্যানে কিঞ্চিৎকাল অবস্থিতি করিয়া আত্মাকে বিনোদন করঞ্জ । রাজা (বিশ্বাস পরিত্যাগ করিয়া) বয়স্ত ! অনর্থ পরম্পরা ছিদ্র পাইলেই আইসে, ইহা যথার্থ বটে। কেননা