অভিজ্ঞান শকুন্তলা নাটক। ృRసి রাজা। সখে ! নিরাকরণ বিষগ্না শকুন্তলার অবস্থা স্মরণ করিয়া আমি অতি কাতর হইয়াছি। আমার নিকটে ধনী, নিরাশ হয়ে অমমি, স্বজন সহিত যেতেছিল। গুরু তুল্য গুরু ছাত্র, “ থাক , বাক্য কছা মাত্র, সেই স্থানে দণ্ড্রায়ে রছিল ৷ সজল নয়নে অতি, পুনঃ পুনঃ মম প্রতি, চাহিয়ে রহিল কতক্ষণ । সে সব ঘটনা মোরে, এখন দহন করে, বিষযুক্ত বিশিখা যেমন । মিশ্র । আহে । রাজার ঈদৃশ কাতরতা যে তাহ আমাকে ও সন্তাপিত করিতেছে । বিদু। বয়স্য ! আমি বিবেচনা করি, যেন কোন খেচর শকুন্তলাকে লইয়া গিয়া থাকিবে। রাজা । বয়স্য ! পতিব্রতা স্ত্রীকে কে স্পর্শ করিতে পারে, আমি তাহার সখী প্রমুখাৎ শ্রবণ করিয়াছি মেনক। তাহার জননী, অতএব বোধ করি, মেনকী অথবা মেনকণর কোন সহচরী তাহাকে লইয়া গিয়া থাকিবে। মিশ্র। ইনি এৰূপ অবস্থাবস্থিত হইয়াও যেৰূপ অনুভব করিয়াছেন, তাহাতে সকলেরি বিস্ময় হইতে পারে । বিদু। মহারাজ ! যদি এমত হয় তবে আপনি আশ্বাসযুক্ত হউন, কালে সে শকুন্তলার প্রাপ্তির সম্ভাবন রহিল । * ›ዓ
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।