অভিজ্ঞান শকুন্তলা নাটক। ৫ অৰ্দ্ধভুক্ত তুণচয়, মুখেতে নাহিক রয়, পথে পথে হতেছে পতন । ** কিবা উৰ্দ্ধ লম্ব করে, স্পর্শ মাত্র ভূমি পরে, . প্রায় শূন্যে করিছে গমন । কি আশ্চর্য্য ! দেখ ! ইহার পশ্চাতেইতে ধাবন করিতেছি; তথাপি ইহা কেন কষ্টে দৃষ্টিগোচর হইতেছে? স্থত। মহারাজ ! ভূমি অত্যন্ত উদঘাতিনী, তজ্জন্য অশ্বদিগকে আকৃষ্ট রাখাতে রথের বেগ মন্দীভূত হইবায়, মৃগ দূরে দৃষ্টিগোচর হইতেছে। সম্প্রতি সমভূমি পাইয়াছি, আর সে আপনার দুষ্পাপ্য হইবে না। রাজ। তবে রশ্মি শিথিল করিয়া দাও । - স্থত । যে আজ্ঞা মহারাজ ! ( রথের বেগ দর্শাইয়া ) মহারাজ ! দেখুন২ ! ইহারা এখন, মুক্তরজু পেয়ে বিস্তারিয়ে পূর্ব্বকায় । নিজ নিজ পদধূলি উল্লজিয়ে যায়। চামর নিষ্কম্প আর কণ উৰ্দ্ধ করি । দেীড়িছে কি উড়িতেছে বাজী বত্মের্ণপরি ॥ রাজা । ( সহর্ষ) সারথে ! ঘোটকের কি হরিণকে অতিক্রম করিয়া আসিয়াছে ? যেহেতুক দেখিয়াছি হুহ্মন এখনি ষাহা । সহসা বিশাল হতেছে তাহা ॥ অৰ্দ্ধেকে পৃথক আছিল ষার । একত্রিত বোধ হতেছে তারা ॥
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।