অভিজ্ঞান শকুন্তলা নাটক। vబిat রাজা। তুমি ইহার কাহাকে শকুন্তলা বোধ কর? বিদু। (অধিক ক্ষণ বিলোকন করিয়া) আমি তঙ্ক করি ইহার মধ্যে এইটি, ষিটি জলাভিষেক দ্বারা অতি স্নিগ্ধ পল্লবশালি অশোকলতা অবলম্বন করিয়াছেন, যাহার কেশকলাপ শিথিল হওয়াতে মস্তক হইতে পুষ্প সকল পতিত হইবায় হস্তদ্বারা তাহা ধারণ করিয়া রহিয়াছেন, যাহার বাহুলতা অতি সুন্দরৰপ লম্বমান ও বদনমগুলে বিন্দু বিন্দু ঘন্ম এবং কটিবসন ঈষৎ শ্লথ হওয়াতে যেন কিঞ্চিৎ পরিশ্রাস্তার ন্যায় দৃষ্ট হইতেছেন, এই যে অতি মনোহর পল্লবশালি নুতন অস্ত্রবৃক্ষ পাশ্বে চিত্রিত, এইটিই শকুন্তলা, অপর দুইটি ই হার সহচরী। রাজা । যথার্থ অনুভব করিয়াছ ; কিন্তু ইহার কোন কোন স্থানে ভাবের ব্যতিক্রম হইয়াছে। স্বেদাজ অঙ্গুলি মম স্থাপন কারণ। পাশ্বে পাশ্বে কাল রেখা হতেছে দর্শন ॥ বিশেষতঃ চক্ষুজল ইহাতে পড়িয়ে । ব্যত্যয় হয়েছে কিছু রঞ্জক ফুটিয়ে ॥ চতুরিকে ! আমার বিনোদন স্বৰূপ এই চিত্র, অৰ্দ্ধ মাত্র লিখিত হইয়াছে, তুমি যাইয়া তুলিকা আনয়ন কর । চেট। আর্ষ্য মাধব্য ! ষে অবধি আমি এই স্থানে পুনরাগমন না করি তদবধি তুমি এই চিত্রফলক ধরিয়া থাক ।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।