>N)○ অভিজ্ঞান শকুন্তলা নাটক। রাজা । আমিই ধরিতেছি । ( ইহা বলিয়া ধরিলেন। ) - ( চেটী নিষ্কান্ত । ) বিদু। বয়স্য ! ইহাতে আর কি লিখিবেন ? মিশ্র । বোধ করি প্রিয়সখীর অভিমত যে ষে প্রদেশ সেই সেই প্রদেশ লিখিতে ইচ্ছা করিয়াছেন। রাজা । সখে ! শ্রবণ কর । সে সৈকতশালিনী মালিনী নামে নদী । রাজহংস ক্রীড়া করে যাহে নিরবধি ॥ হিমালয় কাছে আছে ক্ষুদ্র গিরি যত । চমরি মৃগের যাতে থাকয়ে সতত । বকেল সহিত যত বিটপি সুন্দর । যাদের তলাতে খেলে মৃগ বহুতর ॥ হরিণীর বাম নেত্র কৃষ্ণসারগণ । নিজ শৃঙ্গে প্রেমাবেশে করিছে ঘষণ ॥ এসব বিচিত্র চিত্র করিতে যতনে । নিতান্ত বাসনা মম আছে মনে মনে ॥ বিদু। (স্বগত) ইনি, বকেলধারিণী তাপসীগণের কুৎসিৎ আকৃতি দ্বারা এই চিত্রফলক পরিপূর্ণ করিয়াছেন । রাজা। আরও শকুন্তলার প্রধান অভিপ্রেত ইহাতে লি খিতে বিস্মৃত হইয়াছি। & বিদু। সে কি ? মিশ্র। বনবালি কুমারীগণের যাগ সদৃশ তাছাই লিখিতে বিস্মৃত হইয়াছেন ।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।