পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चडिख्छन भकूडल। माझेक । ס\ל% রাজা । গণ্ডদেশ অবধি করিয়া বিলম্বিত । , হয়নি শিরীষ ফুলে কর্ণ বিভূষিত । শারদীয় শশধর কিরণের সম । কোমল মৃণালস্থত্র অতি মনোরম ৷ স্তনযুগ মধ্যে তাহা করিতে স্থাপন । ... আমার স্মরণ নাহি ছিল হে তখন ॥ বিদু। এই স্বকুমারী শকুন্তলা রক্তোৎপল সদৃশ অগ্রহস্ত দ্বারা মুখ আবরণ করিয়া ভয়চকিতার ন্যায় অবস্থিতি করিতেছেন। (অবলোকন করিয়া ) হ i হা ! একট। কুস্থমরসচোর দুষ্ট মধুকর, ইহার বদনকমল অভিলাষ করিতেছে । রাজা। এই ছবি নীত মধুকরকে বারণ কর। বিদু । মহারাজ ! অবিনীতদিগের শাসনে আপনার ক্ষমতা । রাজ। হে কুমুমলতার প্রিয় অতিথি ! তুমি কেন ইহাতে পতিত হইয়া খেদ প্রকাশ করিতেছ ? দেখ তব মধুকরী, বসিয়ে কুস্থমোপরি, প্রতীক্ষা করিছে সেই স্থানে । অনুরাগে তব প্রতি, ভূষিত যদিও অতি, প্রবর্ত্ত না হয় মধুপানে ॥ মিশ্র । ইনি ইহাকে সমধিক বারণ করিলেন । বিদু। সখে । এই জাতিকে নিষেধ করিলেও নিষেধ মানে না । Ᏹb←