>8w अउिड्ञान भकूडला नाछेक । রাজা । বয়স্য ! বহুমানগর্ব্বিত রাজী অবিলম্বেই এস্থানে উপস্থিত হইবেন, তুমি এই চিত্রপট কোনক্রমে রক্ষা কর । বিদু। আপনার আত্মাকে কেননা রক্ষা করিতে কহিলেন ? (চিত্রফলক গ্রহণপূর্বক গাত্রোথান করিয়া) বয়স্য । যদি আপনি অন্তঃপুরস্থ পাশৰপিণী রাজী হইতে মুক্ত হন, তবে মেঘাচ্ছন্ন প্রাসাদহইতে আমাকে ডাকিবেন, আমি তথায় এই চিত্রফলক এৰূপ গোপন করিয়া রাখিব, যে তত্রস্থ পারাবত ব্যতিরেকে আর কেহই দেখিতে পাইবেক না । ( সত্বর গমনে নিস্কান্ত । ) মিশ্র । অহো ! ইনি অন্য নারীতে আসক্ত হইয়াও প্রথম ভার্য্যার সম্মান রক্ষা করিতেছেন, অতএব ই হার সৌহার্দ অত্যন্ত স্থির । usovo পত্র হস্তে করিয়া প্রতিহারী প্রবেশ করল । প্রতি । মহারাজের জয় হউক, মহারাজের জয় হউক। রাজা। প্রতিহারি ! তুমি পথিমধ্যে রাজী বসুমতীকে দেখিয়াছ ? প্রতি। ই মহারাজ দেখিয়াছি, কিন্তু তিনি আমার হন্তে পত্র অবলোকম করিয়া প্রতিনিবৃত্ত হইয়াছেন।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।