পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जउिख्ञान *कूढला माझेक। 8 রাজা । তিনি সময় বুঝিতে পারেন, আমার কার্যবিম আশঙ্কা করিয়া প্রত্যাগমন করিয়াছেন । - প্রতি । দেব ! অমাত্য এই বিজ্ঞাপন করিয়াছেন, “অদ্যকার রাজকার্য ৰাহুল্য প্রযুক্ত আমি এক পে্রকার্য্য প্রত্যবেক্ষণ করিয়াছি, তাহ পত্রে লিখিত হইয়াছে, আপনি অবলোকন করিবেন । ,, রাজ। পত্র দেখাও । ( প্রতিহারী প্রদর্শন করাইল ) (রাজা পাঠ করিতে লাগিলেন । ) “ আপনি বিদিত হউন, ধনমিত্র নামে এক জন বাণিজ্যোপজীবী বণিক সমুদ্রে তরিভগ্ন হওয়াতে জলমগ্ন হইয়। প্রাণ পরিত্যাগ করিয়াছেন, সে ব্যক্তি নিঃসন্তান, এপ্রযুক্ত ইদানী তাহার অনেক কোটি ধন রাজস্বত্ব হইয়াছে, ইতি ! » রাজা । (বিষন্ন হইয়া ) নিঃসন্তান হওয়া কি দুঃখের বিষয়। প্রতিহারি । ঐ ব্যক্তি প্রচুর ধনস্বামী ছিলেন, অতএব বোধ করি অনেক দারপরিগ্রহ করিয়া থাকিবেন ; অন্বেষণ কর, তাহার স্ত্রীগণের মধ্যে যদি কেহ আপন্নসত্তা থাকে । প্রতি। মহারাজ ! অযোধ্যানিবাসী এক শ্রেষ্ঠীর কন্যা ধনমিত্রের এক ভার্য্য, শুনিয়াছি তাহার পুংসবনাদি ক্রিয়া সমাপন হইয়াছে। - রাজ। তবে সেই গর্ভস্থসন্তান পিতৃধনের অধিকারী, তুমি যাইন্না অমাত্যকে বল ।