পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A:38 অভিজ্ঞান শকুন্তলা নাটক। চেটী। মহারাজ ! আর সন্তাপ করিবেন না, আপনিতে। নিবীর্য হয়েন নাই, অন্যদেবীতে অনুৰূপ পুত্র উৎপাদন করিয়া সুখী হইতে পারবেন। (আত্মগত ) আমার বাক্য শ্রবণ করিলেন না, অনুৰূপ ঔষধ শঙ্কাকে দূর করে। রাজা । ( শোক পূর্ব্বক, ) পুরুবংশ নরপতি, সবে পুণ্যবান অতি, বংশধর সকলের ছিল। . আমি অতি ভাগ্যহীন, বুঝি পাপে হয়ে লীম, আমাহতে বংশ লোপ হল ॥ যথা নদী সরস্বতী, নানা দেশে করি গতি, কোন স্থানে হইয়াছে লয়। সেই মত পুরুবংশ, আম হতে হলো ধংস, এছুঃখ কেমনে প্রাণে সয় ॥ ( ইহা কহিতে কহিতে মোহ প্রাপ্ত হইলেন। ) চেটী । ( সসম্ভমে ) মহারাজ ! শাস্ত হউন। মিশ্র। আমি ইহাকে কি নিবৃত্ত করিৰ ? অথবা তাহ করিয়াই বা ফল কি ? কেননা শকুন্তলা প্রতি দেবজননী প্রমুখাৎ প্রবোধ বচনে এই সম্ভাষণ করিতে শ্রৰণ করিয়াছি, ষে “ যজ্ঞসমুৎস্থক দেবতারা আদরপূর্বক যেমন যজ্ঞভাগ গ্রহণ করেন, রাজাও সেই প্রকার আদর পূর্বক তোমাকে অচিরে ধর্ম্মপত্নীত্বে গ্রহণ করিবেন । ,, । , ' ' .