পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Qb" অভিজ্ঞান শকুন্তলা নাটক । পূর্ব্বে সেই সুমঙ্গলে করেছি হেলন। - দুঃখ বিনা কিব। আর ঘটিবে এখন ॥ নেপথ্যে ৷ ‘ না না, দৌরাত্ম্য করিসনে, ওকি যার তার উপর নিজ প্রকৃতি দেখাইবি ? ,, রাজা । (কর্ণদিয়া ) অহে ! এতে অবিনয়ের স্থান নয়, তবে কে এৰূপে নিবারিত হইতেছে? (শব্দানুসারে কিঞ্চিৎ গমন করিয়া অবলোকন পূর্ব্বক) এই ষে দুইজন তাপসী অবাল বীর্য্য এক বালককে অবরোধ করিতেছেন । আহে ! স্তন পান করিতেছে কেশরিশাবক । কেশর ধরিয়ে তার টানিছে বালক ৷ ধরিয়ে আনিতে চাহে ক্রীড়ার কারণ । এমন শিশুর বল না দেখি কখন ॥ ( রাজা তাপসীদ্বয় ও বালককে দেখিতে লাগিলেন । ) বালক । ওরে সিংহ শাবক ! হা কর, তোর দণত গণি । প্রথম। ওরে দুষ্ট ! কি নিমিত্ত আমাদের সন্তানতুল্য জন্তুদিগকে যন্ত্রণ দাও, তোমার কার্য্য সকল বীরের ন্যায়, তুমি সকল জন্তুকে দমন করিয়াছ, এই নিমিত্ত ঋষিরা তোমার নাম সর্ব্বদমন রাখিয়াছেন । রাজা । অহো ! কি নিমিত্ত এই বালকের উপর ঔরস পুত্র তুল্য স্নেহ রসে আমার মন আদ্র হইতেছে ? (চিন্তা করিয়া ) অথবা অনপত্যতাই আমাকে মুগ্ধ করি তেছে ।