পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ অভিজ্ঞান শকুন্তলা নাটক। বৈখ। সম্প্রতি তিনি আপন চুহিতা শকুন্তলার দৈৰপ্রতিকুলত শান্তীর্থ, তাহাকেই অতিথিসেবনে নিযুক্ত করিয়া, স্বয়ং সোমতীর্থ পর্যটনে গমন করিয়াছেন । রাজা । ভাল ! তবে তাহাকেই দর্শন করিব, এবং তিনিই আমার ভক্ত বিদিত হইয়া, মহৰ্ষির নিকটে অবশ্য প্রকাশ করবেন। বৈখ। মহারাজ ! এখন আমরা গিয়া আপন২ কার্য্য সাধন করি । [ পরে বৈখানস শিষ্য সমভিব্যাহারে নিষ্কান্ত হইলেন । ] রাজ। সারথে ! তবে শীঘ্র করিয়া চল, পুণ্যাশ্রম দর্শন করিয়া আত্মাকে পবিত্র করিব । স্থত। যে আজ্ঞা মহারাজ ! ( পুনঃ ২ রথের বেগ নিৰূপণ করিতে লাগিল । ) রাজা । (চতুদ্দিক অবলোকন করিয়া) সারথে ! বিনা পরি চয়েই তপোবন বৃত্তান্ত সম্যক প্রায় প্রতীয়মান হইতেছে। স্থত । কই, কেমন করিয়া মহারাজ ! রাজা। তুমি কি,দেখিতেছ না, দেখ এখানে শুকের শাবক যত, কোটর হইতে কত, তরু মূলে উড়ি ধান্য ফেলিয়াছে দেখ না।