পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wが8 অভিজ্ঞান শকুন্তলা নাটক। ( ইহা কহিয় তাহা তুলিয়া লইতে উদ্যত হইলেন । ) উভে । তুলিও না তুলিও না— ) এই বলিতেই রাজা তুলিয়া লইলেন । ) ( উভয়ে বক্ষঃস্থলে হস্তদিয়া পরস্পরের মুখাবলোকন করিতে লাগিলেন । ) রাজা। আপনার আমাকে নিষেধ করিলেন কেন ? প্রথমা। মহাশয় । শ্রবণ করুন, এই বালকের জাতকর্ম্মকালে ভগবান কশ্যপ অপরাজিত নামে মহাপ্রভাব। এই সুরমহৌষধি প্রদান করিয়াছেন, ইহা ভূমিতে পতিত হইলে, মাতা পিতা ব্যতীত অণর কেহই গ্রহণ করিতে পারে না । রাজা । যদি গ্রহণ করে ? প্রথম। গ্রহণ করিলে সর্প হইয়া দংশন করে। রাজ। আপনার ইহা কখন প্রত্যক্ষ করিয়াছেন ? উভে ৷ কত বার | রাজা । ( সহর্ষ ) তবে আমি এ পর্যন্ত স্বীয় মনোরথ কেন না পূর্ণ করিতেছি। (ইহা কহিয়া বালককে আলিঙ্গন করিলেন । ) দ্বিতীয়। সুত্রতে। আইস, শীঘ্র গিয়া এই বৃত্তান্ত, নিয়মব্যাকুল শকুন্তলাকে নিবেদন করি। (উভয়ে প্রস্থান করিলেন । ) বালক । আমাকে ছাড়িয়া দাও, আমি মার কাছে যাই । রাজ । পুত্র । আমার সহিত থাকিয়া তোমার মাতাকে অনান্দিত করিও !