পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ჯy)(č বালক। দুষ্মন্ত আমার পিতা, তুমিতে নও। রাজা । ( ঈষৎ হান্ত করিয়া ) এই বিবাদেই আমার প্রত্যয় জন্মিল । অনন্তর একবেণীহস্ত শকুন্তল৷ উপস্থিত । শকু (সবিতর্ক) সর্ব্বদমনের ওষধি পরহস্ত স্পৃষ্ট হইয়। প্রকৃতিকে রক্ষা করিয়াছে শুনিয়াও আমার সোঁভাগ্যের প্রত্যাশা নাই ; অথবা, মিশ্রকেশী যাহ। বলিয়াছেন সেইৰূপই বা হয়। ( কিঞ্চিৎ অগ্রসর হইলেন । ) রাজা । (হর্ষ ও খেদের সহিত ) অয়ে ! এই কি সেই প্রিয় তমা শকুন্তলা ? ধূষর বরণ, দুখানি বসন, আহা মরি পরিধান । শিরোপরি আর, একবেণী সার, দেখিয়ে বিদরে প্রাণ ॥ করুণাবিহীন, আমি অতি হীন, আমারি বিরহ ব্রত । করি আচরণ, বিশুষ্ক বদন, সহিছে যাতনা এত ॥ শকু (রাজাকে বিরহুতাপে বিবর্ণ দেখিয়া তর্ক করিতে করিতে, )