পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। >ᏔᏜ মাতলির পুনরাগমন।। _ মাত। মহারাজ ! আদ্য আপনি ধর্ম্মপত্নীর সমাগমে ও পুত্রমুখ সন্দর্শনে পরম সৌভাগ্যশালী হইলেন। রাজা। মুহৃদের অনুগ্রহেই আমার মনোরথ সাধুতর ফলযুক্ত হইয়াছে। মাতলে! এই বিষয় ভগবান ইন্দ্র জ্ঞাত হইয়াছেনতো? মাত । ( ঈষৎ হাস্যমুখে) দেবতাদিগের কি কিছু অপ্রত্যক্ষ থাকে ? মহারাজ ! সম্প্রতি ভগবান কশ্যপ আপনাকে দেখিতে অভিলাষ করেন । রাজা । প্রিয়ে ! পুত্রকে ক্রোড়ে কর, তোমাকে অগ্রে করিয়া ভগবান কশ্যপকে দর্শন করিব । শকু। আর্য্যপুত্র ! তোমার সহিত গুরুজনের নিকট যাইতে লজ্জা হয়। রাজা । মঙ্গল সময়ে এপ্রকার আচরণ করিতে হয় ; চল, বিলম্বে প্রয়োজন নাই । ( ইহা কহিয়া উভয়ে একত্র গমন করিলেন । ) অদিতির সহিত একাসনে মহৰ্ষি কশ্যপ উপবেশন করিয়া আছেন । কশ্যপ । ( রাজাকে অবলোকন করিয়া অদিতিকে সম্বো ধন পূর্ব্বক, ) ২২