পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Qo অভিজ্ঞান শকুন্তলা নাটক। রণস্থলে তব পুত্রে সাহায্য করিতে। ই হার গমন হয় অমরপুরীতে । ভুবন পালক ইনি দুষ্মন্ত রাজন। যার ধনু দেবকার্য্য করে সম্পাদন ॥ বজ্রপাণি যেই বজ্র করেন ধারণ। সে কেবল শোভা মাত্র সুদ্ধ আভরণ ॥ অদিতি । আরুতি দেখিয়াই ই হার প্রভাব বুঝিতে পারি য়াছি । মাত। ভূপতে ! ঐ অখিল দেবগণের জনক জননী কশ্যপ ও অদিতি, ই হারা পুত্রপ্রীতিস্থচক চক্ষুদ্বারা তোমাকে অবলোকন করিতেছেন ; উ হাদিগের নিকটে গমন করুন । রাজা । মাতলে ! মুনিগণ র্যারে কন তেজের কারণ। যিনি দেব দিবাকর বিশ্বের লোচন ॥ আর দেব যজ্ঞেশ্বর জগতপালন । পূর্ণব্রহ্ম স্বষ্টিকর্ত্ত এই তিন জন । এসবারে পূর্ব্বে করেছেন জন্মদান । এই সে অদিতি আর কশ্যপ ধীমান ? মাত ৷ ই মহারাজ । রাজা। (সাষ্টাঙ্গ প্রণিপাতপূর্ব্বক) আমি দেবরাজের কিঙ্কর দুষ্মন্ত, আপনাদিগকে প্রণাম করিতেছি । কশ্যপ। বৎস ৮ চিরজীবী হইয়। পৃথিবী পালন কর ।