পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ অভিজ্ঞান শকুন্তলা নাটক । মাত । এইৰূপেই বিশ্বগুরুগণ প্রসন্ন হইয়া থাকেন। রাজা। ভগবন্‌ ! আপনাদিগের এই দাসী শকুন্তলাকে গান্ধর্ব্ব বিধি অনুসারে বিবাহ করিয়াছিলাম, কিয়দিনের পর, ইহার বন্ধুগণকর্তৃক ইনি আমার নিকট আনীত হইলে, স্মৃতিশৈথিল্যপ্রযুক্ত নিরাকরণ করিয়া ছিলাম, অতএব যু্যদ্বগোত্রীয় মহৰ্ষি করে সমীপে আমি অতিশয় অপরাধী হইয়াছি। পশ্চাৎ অঙ্গুরীয় প্রাপ্তিতে স্মরণ পাইয়া ইহাকে জ্ঞাত হইয়াছি, এইক্ষণে এই ঘটনায় আমার সমধিক আশ্চর্য্য বোধ হই তেছে । কেনন। সম্মুখেতে করা, দরশন করি, প্রথমে বোধ না হয় । তার পদ চিহ্ল, ভাবিয়ে অভিন্ন, পরে হয় জ্ঞানোদয় ॥ মহা মোহতম, সেইমত মম, হৃদয়ে প্রবেশ করি । করেছিল হায়, অবোধ আমায়, বুঝিবারে কিছু নারি। কশ্যপ । বৎস! তোমার কোন অপরাধ নাই , সম্মোহ তোমাতে উপপন্ন হইয়াছিল, তবে শ্রবণ কর । রাজ। অবহিত হইয়াছি, আজ্ঞা করুন । কশ্যপ । যখন অঙ্গরাতীর্থহইতে প্রত্যাখ্যানকাতরা শকু স্তলাকে সমভিব্যাহারিণী করিয়া মেনকা, আদি