›ጓ8 অভিজ্ঞান শকুন্তলা নাটক । কর, আমরা শাস্ত্রানুসারে ইহার জাতকর্ম্মাদি সংস্কার করিয়াছি । রাজা। ভগবন! এসকল বিষয়ে আপনারাই প্রভু। কশ্যপ। এইক্ষণে শৌর্য্যপ্রভাবচক্রবত্তি পুত্রদ্বারা মান প্রাপ্ত হও । R অবারিত রথোপরে করি আরোহণ । সপ্তদ্বীপে অধিপতি হবে এ নন্দন ॥ এক্ষণে হিংস্ৰক গণে করিয়ে দমন । করেছেন নাম সর্ব্বদমন ধারণ ॥ এর পর ভুবনে করিয়ে অধিকার। ভরত নামেতে খ্যাতি হইবে ইহার ॥ রাজা । ভগবন। আপনি যখন ইহার সংস্কার করিয়াছেন তখন সকলি সম্ভব । অদিতি । কন্যার মনোরথের সাকল্য সম্বাদ ভগবান কণুকে জ্ঞাত করাও, মেনকা প্রায় এখানে সন্নিহিত থাকেন তিনি অচিরে জানিতে পারবেন , ভগবান ককে শীঘ্র এই শুভ সম্বাদ দেওয়া আবশ্যক। শকু (স্বগত) আমার অভিলাষ ভগবতী অদিতি কহিয়া দিলেন । কশ্যপ । তপঃপ্রভাবে করে সকলি প্রত্যক্ষ হইয়াছে ; ( চিন্তা করিয়া) তথাপি সপুত্র কন্যার স্বামিকর্তৃক পুনগ্রহণবার্ত্ত, তাহাকে শ্রবণ করান কর্ত্তব্য । এখানে কে আছে হে— -
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।