এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অভিজ্ঞানশকুন্তল৷ ਕੇ। هد প্রিয়। ( হাস্ত করিয়া) ওলো ! তুই আপন যে - বনের প্রতি অনুযোগ করিয়া বল। তোর স্তনভারের বিস্তারত। প্রযুক্তই বকেলের বন্ধন দৃঢ় বোধ হইতেছে । রাজা। এ সখী স্বৰূপ বলিয়াছে। . t স্কন্ধ দেশে গ্রন্থি স্তনে বকেল পিধান । তবু এই নববপু কিবা শোভমান। পাণ্ডু পত্রোদরে ঢাকা কুসুম যেমন । সেই ৰূপ শোভে এই রমণীরতন ॥ অথবা ইহার নিরুপম সৌন্দর্ষ্য গুণে বলকলেও অলঙ্কারের শোভা ধারণ করিতেছে । দেখ ! : তৰু সে কতই শোভা পায়। দেখ দেখি শশধর, মনোহর শোভাকর, যদিও কলঙ্ক আছে তায় ॥ স্বকুমারী এই নারী, কিবা ৰূপ মনোহারী, তথাপি বলকল পরিধান । , স্বমধুরাকৃতি যারা, ভূষা বিনা শোভে তারা, এই ৰূপ ৰূপের বিধান । আরও, - .4. বকল পরেছে তৰু ৰূপ অতিশয়। মাধুরীর ভঙ্গ ইথে কভু নাহি হয়।