»s. অভিজ্ঞান শকুন্তলা নাটক . ঈষঙ্গ বিকশি শতদল সরোবরে। নিজৱন্ত কঙ্কশ তথাপি শোভা ধরে । শকু ( সম্মুখে দৃষ্টি করিয়া ) পবনচলিত এই চুত বৃক্ষের পত্রাঙ্গলি দ্বারা বোধ হয় যেন সে আমাকে কিছু কহিবেক, অতএব ইহার সহিত কিছু সম্ভাষণ করিয়া আসি ( বলিয়া গমন করিল। ) প্রিয়। ওলো শকুন্তলে ! এই স্থলে এক মুহূর্ত্ত অবস্থিতি কর । শকু। কি নিমিত্তে। প্রিয়। সমীপস্থিত তোমাকে দেখিয়া এই তবৃক্ষলতা সনাথ প্রায় দীপ্তি পাইতেছে। শকু। তা বটে, এই কারণ তোমাকে প্রিয়ম্বদা বলে। রাজা। হ, প্রিয়ম্বদা, শকুন্তলা প্রতি প্রিয় কথা কহিয়াছে। অধরের রাগ যেন হয় কিসলয়। কোমল লতার অনুকারী বাহুদ্বয় ॥ কুসুম সদৃশ লোভনীয় এ যৌবন। ইহার অঙ্গেতে দেখ শোভিছে কেমন ॥ অন। সখি শকুন্তলে । এই সহকার বৃক্ষের স্বয়ম্বর বধু এই নবমালিক, ইহার নাম তুমি বনতোষিণী রাখিয়াছিলে, তাহ কি ভুলিয়াছ । শকু। তবে বা আপনাকেও বিস্মত হইব, ( পরে লতা নিকটে গিয়া অবলোকন পূর্বক সহর্ষা) ওলো অনসুয়ে। এই রমণীয় কাল, এই পাদপমিথুনের অতি
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।