পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞানশকুন্তলা নাটক। (t শয় মুখকর হইয়াছে, যেহেতু এই নবমালিকা যেমন ন, সেইৰূপ এই সহকার বৃক্ষও বহু প্রিয়। (হাস্য করিয়া) অনসুয়ে : জানিস্ কি নিমিত্ত শকুন্তলা এই বনতোষিণী প্রতি সতৃষ্ণনয়নে অতিমাত্র দৃষ্টিপাত করে। অন । না আমিতে তাহা জ্ঞাত নহি, তবে আমাকে বল দেখি । প্রিয়। যেমন এই বনতোষিণী আত্মানুৰূপ পাদপের সহিত সুসঙ্গত হইয়াছে, সেইৰূপ শকুন্তলাও অপন মনোমত ভর্ত্ত পায়, এই তার ইচ্ছা । শকু। এ কেবল তোদের আপন মনোগত অভিলাষ। ( এই বলিয়া কলসীর জল বৰ্জ্জন করিল। ) অন। ওলো শকুন্তলে । তাত ক তোমাকে এবং এই মাধবীলতাকে সমান যত্নে প্রতিপালন করিয়াছেন, . তবে কি নিমিত্তে তুমি তাহাকে বিস্মত হইয়াছ। শকু। তবে বলনা কেন আমি আত্মাকেও বিস্মত হইব ; ( পরে ঐ মাধবীলতার নিকটে গিয়া অবলোকন পূর্বক হষের সহিত বলিল, ) আশ্চর্ষ্য২ ! প্রিয়ম্বদে । আমি তোর একটি প্রিয় কথা কহি । প্রিয় । সখি ! আমার কি প্রিয় কথা । । শকু। দেখ! অসময়ে এই মাধবীলতা মূল পর্যন্ত মুকুলিত হইয়াছে। , -