N) অভিজ্ঞান শকুন্তলা নাটক। প্রিয়। ( সত্বরে নিকটে গিয়া ) হুঁ! সখি সত্য সত্য । শকু। সত্য কি দেখিতেছ না। . . . প্রিয় । ( হষের সহিত নিৰূপণ করিয়া ) সখি তোরও একটি প্রিয় কথা আমি বলিতেছি। শকু। আমার প্রতি কি প্রিয় কথা। প্রিয়। তোমার অতি শীঘ্র বিবাহ হইবে। শকু ( ঈষৎ হান্ত করিয়া) এ সকল তোর আপন মনো গত কথা, আর তাহ শুনিব না । প্রিয়। সখি ! ইহা পরিহাস করিয়া বলিতেছি না, তাত করে মুখে শুনিয়াছি, এ সকল লক্ষণ তোমার মঙ্গলসূচক। - অন। সখি প্রিয়ম্বদে ! এই নিমিত্ত বটে শকুন্তলা অতি স্নেহে মাধবীলতাতে জল সেচন করে। শকু। এ আমার ভগিনী হয়, তবে কেননা জল সেচন করিব । ( ইহা কহিয়া কলসী ধরিয়া জল সেচন করিতে লাগিল।) রাজা। এই কন্যা নিশ্চয় এই কুলপতি ঋষির অসবর্ণ ক্ষেত্রসম্ভব, অথবা সন্দেহ করা নিষ্ফল । ক্ষত্রিয় গ্রহণ যোগ্য হইবে নিশ্চয় । নহে কেন মম মন অভিলাষী হয় ॥ । সন্দেহবিহীন দ্রব্যে সাধুর প্রবৃত্তি। ' প্রমাণ তাহার যদি না হয় নিবৃত্তি ॥ তথাপি ইহার উপলব্ধি করিব।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।