পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। Xసి (সকলে রাজাকে দেখিয়া সলজ হইল। ) সখীদ্বয়। মহাশয় । আর কিছু অহিত হয় নাই, কেবল এই প্রিয় সখী দুষ্ট মধুকর দ্বারা ব্যাকুলিত হইয়া কাতরীভূত হইয়াছেন । (এই বলিয়া শকুন্তলাকে দেখাইল ।) রাজা । ( শকুন্তলাকে দেখিয় ) কেমন, তপস্যা বৃদ্ধি হইতেছে। - (শকুন্তলা অবাঙ মুখী দণ্ডায়মান রহিল। ) আন । হা হইতেছে, সম্প্রতি অতিথি বিশেষের লাভ দ্বারা আরো বৃদ্ধি হইল । প্রিয় । কেমন মহাশয়ের শুভাগমনের মঙ্গলত বটে ; ওলো শকুন্তলে, যাও পর্ণশালা হইতে ফল ও অর্ঘ্য পাত্র লইয়া আইস । এখানে যে জল আছে তাহাতে পাদোদক হইবেক । ( বলিয়া ঘট দর্শাইল। ) রাজা । তোমাদের সত্য কথাতেই আমার আতিথ্য করা হইয়াছে । প্রিয়। তবে মহাশয় এই প্রচ্ছায়শীতল সপ্তপর্ণ বৃক্ষের বেদিকাতে অধিষ্ঠান করিয়া শ্রান্তি দূর করুন। রাজা । তোমরাওত উপস্থিত কর্ম্মে পরিশ্রান্ত হইয়াছ, অতএব মুহূর্ত্তকাল কেন উপবেশন কর না। অন । ( জনান্তিক করিয়া) (৭) সখি শকুন্তলে! আমা[ ৭ ] ত্রিপতাক কর নয়ন পাশ্বে ব্যবধান রাখিয়া এক ব্যক্তিকে গোপন করত অন্যব্যক্তির সহিত সংলাপ । অন্যোন্য মন্ত্রণং মত্ত জনান্তে তজ্জনান্তিকং।