পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० অভিজ্ঞান শকুন্তলা নাটক। দিগের অতিথি সেবার নিমিত্ত দ্রব্যাদি আহরণ করা উচিত বটে, কিন্তু আইস এখানে কিঞ্চিৎকাল উপবেশন করি । ( বলিয়া সকলে বসিল । ) ; শকু (মনে মনে) ইহঁাকে দর্শন করিয়া তপোবন বি রোধি মদন বিকার কি নিমিত্ত হইতেছে। রাজ ( সকলকে অবলোকন করিয়া ) তোমাদের পরস্পরের তুল্যবয়স ও ৰূপ সেই নিমিত্ত তোমাদের সোঁহার্দ অতি রমণীয় হইয়াছে। . প্রিয় । ( জনান্তিক করিয়া ) অনস্থয়ে ! কে বল, এই চতুর গম্ভীরাকৃতি ব্যক্তি প্রিয় মধুরালাপে প্রভাব বন্দনীয় প্রায় দৃষ্ট হইতেছেন। অন। সখি ! আমারও জানিতে ইচ্ছা হইতেছে, অতএব ইহাকে জিজ্ঞাসা করি । ( প্রকাশ করিয়া ) মহাশয় । আপনার মধুরালাপজনিত বিশ্বাস, আমাকে জিজ্ঞাসা করিতে মন্ত্রণ দিতেছে, যে আপনি কোন রাজর্ষিবংশ অলঙ্কৃত করিয়াছেন ?এবং কোন দেশ বা আপনকার বিরহে কাতর করিয়াছেন ? আর কি নিমিত্তেই বা মহাশয় স্বকুমার হইয় তপোবনের পরিশ্রম গ্রহণ করিয়াছেন ? শকু। (আত্মগত ) হৃদয় । উতলা হইও না, অনস্থয় মনোগত প্রস্তাব করিয়াছে । রাজ। (স্বগত) এখন কি প্রকারে বা আপনাকে পরিচিত করিক্স, অণর কি ৰূপেই বা আপনাকে গোপন