অভিজ্ঞান শকুন্তলা নাটক। え> করিৰ (চিন্তা করিয়া প্রকাশ পুর্ব্বক) ভাল, হউক, ইহাকে এইৰূপ বলি। সখি ! আমি পুৰুবংশোন্তৰ স্থপতির নগরধর্ম্মাধিকারে নিযুক্ত হইয়া পুণ্যাশ্রম দর্শন প্রসঙ্গে এই ধর্ম্মারণ্যে আসিয়াছি। : অন । অদ্য অত্রস্থ ধর্ম্ম চারিগণ সনাথ হইলেন। (শকুন্তলা লজ্জা প্রদর্শন করিল ). সখিস্বয় । ( উভয়ের আকার বিবেচনা করিয়া, জনাস্তিক পুর্ব্বক) সখি শকুন্তলে । যদি অদ্য পিতা এস্থানে থাকিতেন— - শকু তাহা হইলে কি হইত। সখিরা। তাহা হইলে জীবিতসর্ব্বস্ব দান করিয়াও এই অতিথিকে কৃতার্থ করিতেন । e শকু ( কুপিত প্রায় হইয়া) যা এখান হইতে যা, কিছু বুঝি মনে করিয়া মন্ত্রণা করিতেছিস, আমি কিছুই শুনিব না । রাজা । আমিও তবে তোমাদের সর্থী সম্বন্ধীয় কিঞ্চিৎ কথা জিজ্ঞাসা করিব । , সখীদ্বয় । মহাশয় ! এ আপনকার অনুগ্রহ প্রায় অভ্যর্থনা । রাজা। ভগবান কুমুনি নিত্য ব্রহ্মচর্য্যায়রত, কি প্রকারে তোমাদের এই সখী, তাহার ঔরস জাত হইলেন। অন । মহাশয়! শ্রবণ করুন, কৌশিকনাম গোত্রে এক মহা তেজস্বি রাজর্ষি আছেন ( ৮ ) { [प्र] विश्वाशिज ۔یہ"م۔۔--۔
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।