পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অভিজ্ঞান শকুন্তলা নাটক। রাজা । ই হা, আছেন শুনিয়াছি। অন। আমারদের এই প্রিয় সখী,ৰ্তাহারি ছুহিত। তবে ইহার উজিকত শরীরপোষাণাদি জন্য তাতক ইহার পিতা। রাজা । উজ্বিৰত শব্দে আমার অতি কৌতুহল জন্মিল, অন্তএব ইহার আদ্যোপান্ত সমস্ত বৃত্তান্ত শুনিতে ইচ্ছা করি। অন। মহাশয় । শ্রবণ করুন, পূর্ব্বে গোমতী তীরে উক্ত রাজর্ষি অতি উগ্র তপস্যা করিতে প্রবর্তমান হইলে দেবতারা শঙ্কিতচিত্ত হইয়া তপোবিঘু কারিণী মেনকা নামী অঙ্গরাকে প্রেরণ করেন। রাজা । হা হা, সমাধিতে দেবতাদিগের ভয় হয় বটে; তাহার পর । অন। তাহার পর, রমণীয় বসন্ত সময়ে উন্মাদকারি উহার ৰূপ লাবণ্য সন্দর্শনে—( ৯ ) ; ( এই অৰ্দ্ধোক্তি করিয়া লজ্জিত ভাব প্রকাশ করিল ) [৯] লোলুপ হইয়া তপস্যা বিসজ্জন দিয়া মেনকার সহিত বিষয়োপভোগে কাল যাপন করিতে লাগিলেন; কিছুকাল গত হইলে মেনকা গর্ভবতী হুইল অকস্মাৎ ঐ মুনির জ্ঞান উদয় হওয়াতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া মেনকাকে শাপদিতে উদ্যত হইলেন, মেনকা ভয়ে পলায়ন করিল । পথিমধ্যে তাহার প্রসব বেদন উপস্থিত, একটি কন্যা প্রসব করিয়া তাহাকে কাননে নিক্ষেপ পূর্বক স্বর্গে প্রস্থান করিল ; ঐ কন্যা এক শকুন্ত কর্তৃক কিঞ্চিৎকাল পরিরক্ষিত হওয়াতে তাহার নাম শকুন্তলা হইল। কিছুদিন গত হইলে ভগবান কুমুনি ঐ কাননে ফলান্বেষণে, প্রবেশ করাতে উক্ত নিঃসহায় কন্যাকে আপন আশ্রমে আনয়ন করিয়া প্রক্তি পালন করিয়া ছিলেন। -