পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अउिञ्जॉन भकूरुलो नाप्लेक । *Nシ রাজা। পূর্বেই আমি অনুভব করিয়াছি ইনি অঙ্গর जडयां । অন । ই মহাশয় । রাজা। এমত সম্ভব হয় বটে। কেননা, এৰূপ মানুষী হতে সম্ভব না হয়। ধরা হতে হয় কোথ শশির উদয় ॥ ( শকুন্তলা লজ্জানভ্রমুখী হইয়া রহিল) রাজা। (আত্মগত ) ষ্টা এখন আমার মনোরথ অবকাশ প্রাপ্ত লইল, কিন্তু সখী কর্তৃক পরিহাসছলে পরিণয় প্রস্তাব শুনিয়া আমার চিত্ত দ্বৈধীভাবকাতর হই তেছে। প্রিয়। (শকুন্তলাকে দেখিয়া সহাস্য নায়ক প্রতি অভিমুখী হইয়া) মহাশয় । পুনর্ব্বার যেন আর কিছ কহিবেন এৰূপ আপনার আকার ইঙ্গিতে বোধ হই তেছে । (শকুন্তলা সখির গাত্র অঙ্গুলিদ্বারা তর্জন করিল) রাজা । সম্যক অনুভব করিয়াছ, তোমাদের সুচরিত শ্রবণ লালসা হেতু, আমার আর কিছু জিজ্ঞাস্য আছে। প্রিয়। এ বিষয়ের বিতর্ক কেন করিতেছেন তপস্বীরা অন্যায় আচরণ করেন না, অসঙ্কুচিত চিত্তে জিজ্ঞাসা করুন। রাজা। তোমাদের সখির বিষয় জিজ্ঞাস্য এই । যাবত বিবাহ নাহি হইবে ইহার । । তাবত এস্থানে বাস হবে কি তাহার ? ॥