২৪ অভিজ্ঞান শকুন্তলা নাটক । গৃহ কর্ম্ম ত্যাগকার, স্মর লীলা পরি হার, করিবে কি ব্রত ধর্ম্ম তাৰত ধারণ ? । কিম্বা এ হরিণেক্ষণে, চিরদিন এই বনে, , মৃগ সঙ্গে করিবে হে জীবন যাপন ? ॥ প্রিয়। মহাশয় ! ধর্ম্মানুরতা এই সখীকে, তাত কং অনুৰূপ পাত্রে প্রদান করিতে সংকল্প করিয়াছেন। রাজা । ( আত্মগত সহর্ষ) । সম্প্রতি হৃদয়, হও হর্ষময়, সংশয় নাহিক অণর । অগ্নির সমান, ছিল ষারে জ্ঞান, সে হল রতন সার ॥ শকু (সরোষা) অনস্থয়ে! আমি চলিলাম। অন । কি নিমিত্তে চলিলে। শকু। এই অসম্বন্ধ প্রলাপিনী প্রিয়ম্বদার কথা আমি গোতমীর নিকট গিয়া বলিয়া দিই । ( বলিয়া छेट्ठेिल ) . অন । সখি ! আঙ্গমবাসিনীদিগের এমত উচিত নয় যে অতিথী সেবা অসম্পন্ন রাখিয়া অন্যত্র গমন করেন। (শকুন্তলা কিছু না কহিয়া প্রস্থান করিল। রাজা । (মুখ ফিরাইয়া) কেন, কি নিমিত্ত গমন করেন; ( উত্থান করিয়া তাহাকে ধরিতে ইচ্ছা করিয়া ইচ্ছা সম্বরণ পূর্বক আত্মগত ) অহো ! কামিজনের আপন আশ্বন মনোগত চেষ্টামুৰি হয়।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।