২৬ অভিজ্ঞানশকুন্তলা নাটক। (সখীদ্বয় অঙ্গরীয় গ্রহণ পূর্বক তাহাতে রাজ নামাক্ষর পাঠ করিয়া, পরস্পর মুখাবলোকন করিতে লাগিল ) রাজা । তোমরা আমাকে অন্যথা ভাবিওনা, আমি ইহা রাজার নিকট হইতে প্রাপ্ত হইয়াছি, তোমরা আমাকে রাজকীয় পুরুষ বিবেচনা কর। প্রিয়। মহাশয় এমন অঙ্গুরীয় বিয়োগ করিবার প্রয়োজন হইতেছে না, ( কিঞ্চিৎ হাস্য করিয়া ) আপনকার বচন মাত্রেই শকুন্তলা অঋণী হইলেন। অন। ওলো শকুন্তলে । এই মহানুভবের অনুগ্রহে মোচিতা, অথবা এই রাজর্ষি কর্তৃক কৃতার্থ হইলি অতএব এখন ইচ্ছা হয় যাও । শকু। (আত্মগত ) যদি আপনি স্ববশী হইতাম তবে কি ইহাকে পরিত্যাগ করি ? প্রিয়। এখনও যে যাইতেছ না। শকু। আমি কি তোর অধীন, যখন আমার রুচি হইবে তখনি যাইব । রাজা । ( শকুন্তলাকে বিলোকন করিয়া মনে মনে) ইহার" প্রতি আমার যুদ্ধপ মন, উহারও কি মৎপ্রতি তদ্রুপ নয় ? অথবা, আমার প্রার্থনা কি সফল হইল ? কেননা - আমার সহিত যদি কথা নাহি কহে । আমি কথা কহিলে সে কর্ণপাতি রহে ।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।