२४ অভিজ্ঞান শকুন্তলা নাটক । মৃগগণ যার ভয়ে, মূখ বিরহিত হয়ে, মহাবেগে প্রাণ লয়ে, পলায়ন করিছে । তপোবিন্ন মুর্তি ধরি, উপস্থিত এই করা, রখ দেখি ভয় করি, এই ভাব ধরিছে । (সকলে উৰ্দ্ধকর্ণ হইয়া কিঞ্চিৎকাল ব্যস্ত প্রায় দাড়াইল ) রাজা। (স্বগত) অহো ধিক ! আমি তপস্বিদিগের নিকট কি অপরাধী হইলাম ! অতএব এস্থান হইতে, প্রত্যাগমন করিতে হইল। সখীদ্বয়। হে মহাশয় । এই আরণ্য হস্তি বৃত্তান্তে আমরা আকুল হইলাম অতএব আমাদিগকে পর্শশালা গমনে অনুমতি করুন। অন। ( শকুন্তলার প্রতি) ওলো শকুন্তলে ! বোধ করি আর্য গোতমী ব্যাকুলা হইয়াছেন, আইস আমরা শীঘ্র একত্র হই । শকু (গতি রোধ প্রকাশ করিয়া) হা ধিক্হা ধিক্ । উরুস্তম্ভ বিহবলা প্রায় হইলাম যে । রাজা । তোমরা আস্তেই গমন কর ; যাহাঁতে কোন আশ্রম পীড়া না হয় তাহাতে আমি বিশেষ যত্ন করিব । সখীদ্বয় | হে ভাগ্যবান ! আপনি আমাদের সকলি বিদিত হইলেন ; কিন্তু সম্প্রতি ষে অতিথি সেবা করা হইল না এনিমিত্ত আপনকার সমীপে আমরা অপরাধি হইলাম অতএব সেবার অসম্পন্নতা হেতু
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।