चड़िख्ठान *कूढनो नाप्नेक । ९० করিতে লজ্জিত হইতেছি। রাজা। সেকি ! তোমাদিগের দর্শনেই আমার পুরস্কার লাভ হইয়াছে। শকু। অনস্থয়ে! অভিনব কুসুম স্থচিকাতে আমার চরণ ক্ষত হইয়াছে, আরও কুরুবকের শাখাতে বলকল লগ্ন হইল অতএব যতক্ষণ আমি তাহা মোচন করি, তাবৎ তোমরা অপেক্ষ কর + ( মোচনচ্ছলে বিলম্ব করিয়া রাজাকে দেখিতে দেখিতে পরে সর্থীদ্বয় সমভিব্যাহারে নিষ্কান্ত হইলেন )। রাজা । ( নিশ্বাস পরিত্যাগ করিয়া ) হা! সকলেই গমন করিল তবে আমিও গমন করি, শকুন্তলাকে দর্শনাবধি নগর গমনে মন অত্যন্ত অমুৎসুক হইল, যাহা হউক এইক্ষণে তপোবনের কিঞ্চিৎ দূরে সৈন্যদিগকে স্থাপন করাই, কিন্তু শকুন্তলাকে দর্শন করিয়া তাহা হইতে আপনার মনকে নিবৃত্ত করিতে অশক্ত হইতেছি । দেহ মাত্র চলি যায়, মন পিছু পিছু ধায়, তবু তার নাহি পরিচয়। কেতুর অংশুকগণে, প্রতিকুল সমীরণে, যথা বিপরীত গামি হয় ॥ [ অতঃপর ক্রমে সকলেই নিষ্কান্ত হইল ]
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।