পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ుశి অভিজ্ঞান শকুন্তলা নাটক। অনন্তর স্মরদশাপন্ন রাজা প্রবেশ করিলেন। -* রাজা । প্রিয়াতে কামনা সিদ্ধ যদিও না হয়। দেখিতে তাহার ভাব তবু মনে লয়। মনসিজ অরুতার্থ হলেও নিতান্ত । প্রার্থনা উভয়ে রহে মিলনে একান্ত। (হান্ত করিয়া ) যাচকের স্ব স্ব অভিপ্রায়ানুসারে ইষ্ট জনের চিত্তবৃত্তি প্রার্থনা করে, সুতরাং তদ্বিষয়ে বঞ্চিত হয়। কেননা যেই দিকে দৃষ্টি ফিরায় ধনী। মোরে লক্ষ করে মনেতে গণি ৷ যায় ষত ধীরে নিতম্ব ভরে। বুঝি মম তরে বিলাস করে। বলিল সখীরে ডাকিয়ে বালা । কেন পাই বাধা একি গো জ্বালা ॥ ইথে সানুকুল ভাবিনু মনে। দেখে নিজ মত কামুক জনে । বিদু। (সেই ৰূপে স্থিতি করিয়া) বয়ন্ত ! আমি স্বয়ং হস্ত প্রসারণ করিতে অক্ষম, অতএব বাক্য দ্বারা আশীর্ব্বাদ করি ; মহারাজার জয় হউক জয় হউক । রাজা । (হান্ত করিয়া ) কি প্রকারে তোমার গাত্রো পঘাত হইয়াছে, বল ?