পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ৩৩ বিদু। আপনি চক্ষে আঘাত করিয়া পুনর্ব্বার অশ্রু পাতের কারণ জিজ্ঞাস করিতেছেন । রাজা। আমি কিছুই বুঝিতে পারলাম না, স্পষ্ট করিয়া বল। বিদু। নদীতীরস্থ ষে বেতস বক্রতাভাবে বিড়ম্বিত, সে কি সেচ্ছাপূর্বক সেই ভাব গ্রহণ করে, কিম্বা নদীর বেগেতে ঐ অবস্থাকে পায় । রাজা । নদীর বেগই তাহার কারণ, সন্দেহ কি। বিদু। আপনিও আমার পক্ষে তদ্রুপ হইয়াছেন । রাজা । সে কি প্রকার? বিদু। বয়স্য । আপনি রাজকার্য্য পরিত্যাগ করিয়৷ ঈদৃশ নির্জন প্রদেশে বনচর বৃত্তি গ্রহণ করিয়াছেন, অধিক কি বলিব, আমি ব্রাহ্মণ, প্রত্যহ পশ্বাদির অনুগামী হওয়াতে এ প্রকার অবশাঙ্গ হইয়াছি, বোধ হইতেছে, ষেন আমার অঙ্গ আমার নহে, অতএব মহাশয় প্রসন্ন হইয়া একদিবসও এস্থানে বিশ্রাম করুন । রাজা । ( আত্মগত ) ইনি এইৰূপ কহিতেছেন, আমিও কম্বুস্থতাকে চিন্তা করিয়া মৃগয়া প্রতি নিরুৎসুক চিত্ত হইয়াছি । অতএব, e এই সংষোজিত বাণ, এই সংষোজিত বাণ । না করিব মৃগগণে আরতে সন্ধান ॥ তারা প্রিয় সঙ্গ করি, তারা প্রিয়া সঙ্গ করি । নয়নের শোভা তার লইয়াছে হরি। বিদু। ( রাজাকে অবলোকন করিয়া) আপনি কি চিন্তা (t