পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ অভিজ্ঞান শকুন্তলা নাটক । করিতেছেন, আমার কেবল অরণ্যে রোদন সার হইল। রাজা ! ( হাস্য করিয়া ) সুহৃদবাক্য অবহেলা করা উচিত নয়, অতএব আমি স্থির হইলাম । বিদু। ( পরিতুষ্ট হইয়া) আপনি চিরজীবী হউন । (এই বলিয়া যাইবার উদ্যম করিল। ) রাজা । বয়স্ত । আমার এক কথা স্থির হইয়৷ শ্রবণ কর । বিদু। আজ্ঞা করুন | - রাজা। বিশ্রামের পর তুমি আমার এক সামান্য কর্ম্মে সহায়তা করিও । বিদু। কি, মোদক খাইতে । রাজ। যা বলি তাহা শ্রবণ কর। বিদু। ভাল, স্থির হইলাম। রাজা । কে আছে এখানে । দ্বারপাল প্রবেশ করিল। দ্বারপাল । মহারাজ ! আজ্ঞা করুন । রাজা। রৈবতক সেনাপতিকে আহবান কর ? ( দ্বারপাল নিষ্কান্ত হইয়া পুনর্ব্বার সেনাপতি সহ প্রবেশ করিল । ) - সেনা । ( রাজাকে অবলোকন করিয়া মনে২ ) মৃগয়াতে প্রত্যক্ষ দোষ হইলেও স্বামিতে কেবল গুণই বর্ত্তিয়াছে। কারণ v ধনুগুণ অবিরত, স্ফালন করিতে রত,